—বিডি বন্ধন ডট কম নীতিমালা—
বিডি বন্ধন ডট কম একটি অন্যতম বাংলা প্রযুক্তি ব্লগ । বিডি বন্ধন ডট কম-এ আপনার লিখিত পোষ্ট গুলো বিডি বন্ধন ডট কম নীতিমালা মেনে চলে কি না সে ব্যাপারে দৃষ্টি রাখুন। বিডি বন্ধন ডট কম-এ নিবন্ধন , পোস্ট ও মন্তব্য করার মাধ্যমে আপনি বিডি বন্ধন ডট কম এর নীতিমালা ও ব্যবহারবিধিতে সম্মতি প্রদান করেছন বলে ধরে নেওয়া হবে।
নীতিমালা সমূহ –
১। বিডি বন্ধন ডট কম-এ প্রকাশিত সকল টিউন সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত হতে হবে।
২। সকল পোস্ট অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে।
৩। অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের লেখা হুবহু বা আংশিক কপি পেস্ট করে পোস্ট করা যাবে না।
৫। কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক দিয়ে পোস্ট করা যাবে না।
৬। অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
৭। কোন পোস্টে মন্তব্য করার সময় কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ,গালিগালাজ অথাবা বাজে মন্তব্য করা যাবে না।
৮। মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব বিডি বন্ধন ডট কম বহন করবে না।
৯। রাজনৈতিক কোন মন্তব্য বা পোষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
১০। কোন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন বন্ধু আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
১১।ইউজার নেম কখনই admin1,admin2,admin3 এ জাতিয় শব্দ ব্যাবহার করা যাবে না।